লাইনের পর লাইন জুড়ে যদি তোমার কথা লিখি...
তুমি কি দুঃখ পাবে?
চিরহরিৎ অরণ্য সম তোমার উপস্থিতি
আমার তপ্ত মরুভূমির মত হৃদয়ে!
কিছু ক্যাকটাস গাছ আর তার কাঁটা
এইটুকুই সম্বল!


স্নিগ্ধ বাতাসের স্থানে লু হয়ে বয়ে যাও তুমি
আমার বক্ষের উপর দিয়ে...
আর তার মাঝে মৌসিনরামের বৃষ্টির মতো
তোমায় চেয়েছি।


কিন্তু এই উপমার মত তুমি কি আসবে?
আসবে কি রাবি-ঝিলামের স্রোতের সঙ্গে ভেসে?


লবণাক্ত সমুদ্রের জলরাশির উপর ঝিকিমিকি আলো!
মেঘমল্লারে গর্জে ওঠা কালো মেঘে বিদ্যুঝ্ঝলক...
আর তোমার চোখের তীক্ষ্ণ রাগী দৃষ্টি!
সবই একাকার আমার অস্তিত্বের মধ্যে।


সেসব দ্বন্দ্বের মাঝখানেও তুমি আর আমি...
আমি শুধুই তোমার, আর তুমি শুধুই আমার।