নিস্তব্ধ মধ্যরাত।
চারিদিকে সুনসান নিরবতা।
সেলফোনের মায়াবী রিংটোনে
ভূতুড়ে হয়ে ওঠে রাতের অন্ধকার।
অপরিচিত নাম্বার?
কিছুটা বিস্ময়!
বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই
থেমে যায় রিংটোন।
রাজ্যের বিস্ময় তখন
মনের ভিতর ডালপালা
মেলে ধরার চেষ্টায়।
মধ্য রাতের স্তব্ধতাকে থামিয়ে দিয়ে
দ্বিতীয়বার বেজে উঠে সেলফোন ।
অপরিচিতার কণ্ঠস্বর শুনার
তীব্র আকাঙ্খায়-
হাতের বৃদ্ধাঙ্গুল তখন
সেলফোনের সবুজ বাটনে।
কে? উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞাসা।
অপেক্ষার প্রহর-
সময় বয়ে যায়
যুগের পর যুগ।
ওপাশের নিরবতা দীর্ঘশ্বাস বাড়িয়ে
রাতকে আরো বিস্তৃত করে যায়।