কালী শালী জাদুগরী
এমন গেরো দিলো,
মনটা আমার কালীর তরে
অকারণ পাগল হলো।

কালীর বরণ কালো বলে
ভালোবাসি কালো,
কালোর ভিতর কি যে আলো
দেখবে যদি চলো।

কণ্ঠে জপ কালীর মালা,
মনে কালী ঢালো,
হেথায় কালী, হোথায় কালী,
কালী সারা হল।

কালী ভজে, কালী পূজে,
জ্ঞানের দীপ জ্বালো,
সেই আলোতেই ভবনদীর
উজান বেয়ে চলো।

দূর থেকেই দেখবে শমন
কালীর বেটা গেল,
কালীচরণ এসব কথা
ভেবে ভেবেই মোলো।।