ওরে কেউ যাসনে বর্ধমানে
সেথায় বসে সদগুরু
ধরবে মনে মনে।

আমার মন অবলা, ভোলাভালা,
ছিল প্রেমাভক্তি জ্বালা,
ওরে ধরে তারে করলে এমন -
কাঁদি ঘরের কোণে।

ফাঁদ সে এমন মনোহরা
গেলেই তুমি পড়বে ধরা,
পালিয়ে যাবার রাস্তা সেথায়
নেই যে কোনোখানে।

কালী বলে কপালগুণে,
পড়েছি ধরা সেইখানে,
এবার গুরুদত্ত মন্ত্র জপে
যাবো গানে গানে।।