আমি ফেল করতে চাইলাম,
আমায় পাশ করিয়ে দিলে।
আমি সাঁতরে ভাসতে চাইলাম,
আমায় ধরে ডুবিয়ে দিলে।

নতুন ক্লাসে উঠলে পরে,
কতরকম পড়া ধরে,
না পারিলে, ধরে মারে -
সে ভয়ে মরে গেলাম।

জলেতে চুবিয়ে দিলে,
নাকে-মুখে জল গিলে,
মনে হয় দমবন্ধ হয়ে -
এক্ষুনি মরে গেলাম।

কালীচরণের কালী ধুয়ে,
গেল সে ভাই সাদা হয়ে,
মনেতে আর নেই রে কালী -
দুঃখে মরে গেলাম।