চারিধারে ঘোর আঁধার,
মা তুই কোথায়?
হোঁচট খাচ্ছি পথে-ঘাটে,
ধরবি আয় আমায়।

মায়ার ঘেরে ছিলেম বাঁধা,
হয়ে ছিলেম বোকা, গাধা,
নিঠুর হাতে কেটে বাঁধন -
তুই গেলি কোথায়?

তোরে বিনে কারে ডাকি,
অন্য কারে চিনি নাকি?
তুই যদি এমন করিস,
আমি যাই কোথায়?

লক্ষী আমার, মানিক-সোনা,
আর লুকিয়ে থেকো না,
আড়াল থেকে বেরিয়ে এসে
কোলে নাও আমায়।।