দুহাত ভরে দিচ্ছ মোরে
তাইতো আরো চাই,
তোমার চরণ-পদ্মে যেন
এ জীবন জুড়াই।

অন্ধকারে দীপ জ্বালিয়ে
আঁধার করলে দূর,
তোমার সুরে হোক না আমার
হৃদয় ভরপুর।

আমায় তোমার তুমি করে
নাওনা কাছে টেনে,
নাচবো আমি, গাইবো কত
কারণ না জেনে।

বলো প্রভু বুকের মাঝে
রইবে চিরদিন,
ভুলেও মনে করিও নাগো -
এটা তোমার ঋণ।

তোমার সুরের হাতটি ধরে
ভেসে যেতে চাই,
এইটাই মোর শেষ বাসনা -
আর বাসনা নাই।।