আমি সেই দেশেতেই যাবো -
যেথা রাখালছেলে বাজায় বাঁশি
কদমগাছের তলে,
যমুনার জল থমকে দাঁড়ায়
আপন ছন্দ ভুলে।

যেথা কলসি কাঁখে যাচ্ছে বালা
জল ভরিবার তরে,
চরণে ঘুঙুর ঝুমুর ঝুমুর
পাগল করে মোরে।

যেথা মৃদু-মন্দ দখিন পবন
বহে সারা বেলা,
বসন্তেরই দোলায় প্রাণে
চলে রঙের খেলা।

যেথা ভানু-শশী হাসছে সদা
তারারা দেয় উঁকি,
সেখানেতেই যাবো আমি
কোন পথে যে ঢুকি!!