মনরে তোর নাইরে মানা,
হেরে মারো তেরে কাটো,
ভাবনার নাই সীমানা।

উড়ে বেড়াস চিদাকাশে
সংস্কারে ভেসে ভেসে,
শুধু সাঁঝের বেলা গুরুর নামে
তালা মেরে বসে যা না!

কত লোকে কত বলে,
দিবস আসে, যায় গো চলে,
এ জীবনে কালি শুধু
গলা জড়িয়ে গায় রে গানা।।