কি লাভ কালী নামটি ভজে?
যদি না সবার বেদনার সুর
আমার হৃদয়ে বাজে?

কি লাভ সাধন-ভজন করে?
যদি না সবার অশ্রু হেরি
আমার অশ্রু ঝরে?

কি হবে তীর্থে তীর্থে ঘুরে?
যদি না তাঁর মূর্তি দেখি
আপন অন্তঃপুরে?

কি পাবো গুরু মন্ত্র জপে?
যদি না গুরুচরণে পারি
নিজেরে দিতে সপে??