একি মাগো করলি আমার!
দুখের কূপে ফেললি আবার!
হাত-পা বেঁধে অথৈ জলে
চোবাস মোরে বারংবার।

দুখের ভিতর ছিলেম মজে,
শুধু কালী নামটি ভজে,
সেই পাজির পাঝাড়া কালী শেষে
করলে আঁধার চারিধার।

কি যে হবে বলো এখন,
কিছুই ভেবে পায়না যে মন,
কালোয় তবু কালীই খোঁজে
কালী ভিন্ন জানেনা আর।

কালীচরণ কালী ভুলে
ছিল পড়ে মায়ার জালে,
এখন মায়া ছেড়ে মাকে ধরে
পাতবে নতুন সংসার।।