পরানবন্ধু রে
তোরে একবার দেইখ্যার তরে
প্রাণডা আনচান করে।

তোমারে হেরিব ভাইব্যা
ঘুম আসেনা রেতে,
যদি হটাৎ আইস্যা পড়,
জাগি কান পেতে।
তোমার লাগি বইসা আছি
এ ভব সংসারে।

তরী বাইয়া কেমনে যামু
ওপার কান্দারে,
উথাল পাথাল নদী দেইখ্যা
পরানডা মোর ডরে।
এইডা সময় তুমি না আইসলে বন্ধু
কেডা পার করে!