না ছুঁয়ে ছুঁয়ে খেলা
করে মন সারা বেলা,
নেই কোনো অনুভূতি
মন উদাস ভবের মেলা।

কোথায় শুরু, কোথায় শেষ,
এ এক ভালো মজার দেশ,
মন হারায় গোলকধাঁধায় -
বসে বসে দেখি বেশ।

এমনি করেই কাটছে দিন,
তবুও করে চিন চিন,
কি যেন এক রয়েছে বাকি -
ভেতরে তার বাজছে বিন।

বিরহ এ এমন ধারা,
আকুল করে রয় সারা,
অব্যক্ত বেদনা তার
বয়ে চলে পাগলপারা।

কালীচরণ কোথায় গেল,
যেন নব জন্ম হল,
কি যে হল কে জানে তার
মানব জনম প্রকাশ পেল।।