পাইতে হলে ভোলো চাওয়া
নইলে বৃথাই আসা-যাওয়া
তাঁহার দ্বারে।

বাসনা যবে বিদায় লবে
পুলকে মন ভরে রবে
অন্তঃপুরে।

প্রতিক্ষণে মনে মনে
আমায় বাঁধে তাঁহার গানে
নিত্য সুরে।

সকল চাওয়ার অধিক পাওয়া
আনন্দস্বরূপ হওয়া
ভাবি তারে।

করুণানিধির কৃপাবলে
শুকনো গাছে ফুলও ফলে,
দুচোখ ভরে।।