শত জন্মের পুণ্যফলে
খাচ্ছি তোমার লাথ,
হে মোর জীবনস্বামী
হে প্রাণনাথ।

লাথির আঘাত লাগে বুকে
ভাঙে সংস্কার,
নিত্য নিত্য সত্য পথে
খুলে যায় দ্বার।

অনিত্য আর মায়ার বাঁধন
আলগা হল তাতে,
প্রেমের মধুর শীতল পবন
বহে দিনে-রাতে।

নাম ও নামী অভেদ জ্ঞান
বুঝতে যেন পারি,
তোমার হাতে বৈঠা বাওয়া
আমার জীর্ণ তরী।

জানিনে শেষ পারবো কিনা
ওপারেতে যেতে,
তবে দিব্যি লাগছে এখন
এই লাথি খেতে।

গুরুর অপার করুণায়
কালী ভেসে যায়,
কণ্ঠে শুধু জপমালা
গুরুর গান গায়।।