যুক্তি, বিচার,                করিওনা ধার
            খোঁজো নিজের মত,
বিচার সংগ্রহ                হইবে গলগ্রহ -
            রুধিবে সকল পথ।

বিচার-শক্তি                 ঘটায় মুক্তি
            আপনি আপনারে,
স্মৃতি-নির্ভর                  জ্ঞান ভাণ্ডার
             বাড়ায় অহংকারে।

ত্যাজ সঞ্চয়                 যাতে বোধহয়
             সত্য মনের দর্পণ,
সেই প্রেমালোতে           চলিতে চলিতে
             ঘটিবে আত্মদর্শণ।

তখন তোমার               রহিবে না আর
              অহং রিপুর বোঝা -
সবার মাঝারে               হেরিবে নিজেরে
              সবার থেকে সোজা।

সত্য, স্বাভাবিক             সুন্দর হতে
              অন্তর মাঝে চাও,
বাকি যাহা ভার             আছয়ে তোমার,
              সকলি গুরুরে দাও।

গুরু যে সদা                দুহাত বাড়ায়ে
              তোমারেই কাছে ডাকে,
যদি ক্ষণিকের তরে        পাও শুনিবারে -
              ছুট দাও সেই দিকে।

গুরু আর মন              হয়ে দুইজন
               প্রবেশিবে সেই ধামে,
প্রেম, আনন্দ               ঘুচায়ে দ্বন্দ্ব
               এক হইয়া থামে।

জীবন তোমার             পূর্ণ হইবে
                ঘুচিবে সকল আশ,
চির আনন্দে                নিত্য ছন্দে
                সদা করিবেক বাস।।