বাঁচার জন্য ব্যস্ত আমরা
জীবন গিয়াছি ভুলে,
জন্ম শুধু হয়েছে মোদের -
জীবন গিয়াছে চলে।

জীবন পথের চলার শুরু
জন্ম দ্বারা হয়,
শুরুকে শেষ ভাবিয়া বরণ -
করেছি মৃত্যুভয়।

জনম-মরণ দুইটি প্রান্ত
সময় দিয়ে বাঁধা,
জীবন, তাহার নেইকো বাঁধন -
সুরে, তালে সাধা।

সময় থাকতে খোঁজো তারে
নইলে বলি শোনো,
মৃত্যু তোমায় নেবে খুঁজে
যতই পালাও জেনো।

অদৃশ্য দৃশ্যকে ধারণ
করে চিরকাল,
স্বানুভূতির খেয়া চড়ে  -
বেয়ে চল হাল।।