জনলাখানি ছোট্ট, মস্ত বড় আকাশখানি,
ইচ্ছে করে ধরে তাকে মনের কাছে আনি।

আকাশ কাছে আসবে নাকো,
জানলা ভাঙতে হবে,
অজ্ঞানময় অন্ধকারে জ্ঞানের
আলো জ্বালতে হবে,
তবেই ধরতে পারবো তারে -
এই কথাটাই মানি।

নীল আকাশের মত তোমার
মনটি যখন হবে,
নিজেই ভেসে ভেসে ও তার
কাছে চলে যাবে,
চির-আনন্দেরই মাঝে তুমি
রইবে তখন জানি।।