ডুব দে রে মন অরূপ সাগরে,
রূপের চোরাবালি সেথা
নেই যে কোনো বিবরে।

কেন পড়ে আছিস বাঁধা,
কালো কালীর রূপের ধাঁধা,
নিরাকারে দেখিস আকার -
নাইকো তাতে লাভ রে।

কালী ধরে গুরুচরণ,
কাটাবে সেই রূপের বাঁধন,
চিদাকাশে ভেসে ভেসে -
গাইবে কত গান রে।।