ভালোবাসার নাইকো সীমা
অসীম - অপার
তোমার শুভ জন্মদিনে
দিলেম উপহার।

মর্যাদা তার রাখবো ধরে
এই কামনা মোর
বন্ধুভাবে চলব পথে
সারা-জীবন ভোর।

থাকবে নাকো চাওয়া -পাওয়া
রইবে শুধু প্রেম
তোমার কাছে আজিকে এই
যাচ্ঞা রেখে গেলেম।