যদি হই সূর্যমুখী,
সারাদিন সারারাতি -
প্রভুর পানে চেয়ে দেখি।

যদি হই চাতক পাখি,
প্রভুর চরণ কাঙাল হয়ে -
আজীবন বসে থাকি।

আমি ঢাক ধাকি ধাকি -
যেমন বাজায় তেমনি বাজি,
মোদের ভেতরকার কথা -
সবই তোমায় বলবো নাকি?