এ তোর কেমনতর খেলা
বল দেখি মা মোরে,
দ্বিধা এবং দ্বন্দ্ব জালে
ঘিরিস বারে বারে।

কখন তোরে সাদা দেখি,
কখন আবার কালো,
কখন যে খুব রেগে উঠি,
কখন বাসি ভালো।

কভু চোখের জলে ভাসি
দুখে আকুল হয়ে,
আনন্দেরই টানে কভু
মনটা ছোটে ধেয়ে।

মনের এই টানা-পোড়েন
প্রাণ হাঁপিয়ে যায়,
তোমার শীতল চরণতলে
ক্ষণিক জুড়াতে চায়।

জানি মাগো ঘষিস মোরে
ভালোবাসিস তাই,
কালীচরণ বলে, ঘষার ঠেলায়
শেষ না হয়ে যাই।।