গুরু আমার মনটা নিয়ে
ঘরের সকল দোর দিয়ে
দাও না এঁটে খিল।

চিত্ত কমল সিক্ত করি
তোমার সামনে তুলে ধরি
শান্ত, পূত শীল।

দেহেন্দ্রিয় ব্যস্ত থাকুক
কর্মজাল বুনে চলুক
তাল হোক না তিল।

মোরা দুজন খেলবো ঘরে
সকল আড়াল যাবে সরে
আনন্দেতে করবো বিহার
প্রেমার্ণবের ঝিল।।