চিদাকাশ ছাইলো মেঘে
চিন্তা রাশি রাশি,
তোমার নামে সরিয়ে তারে
দেখবো মধুর হাসি।

ডুববো আমি সেই হাসিতে
নাই রে যেথা তল,
হাসি কেবল হাসি শুধু
সুন্দর, নির্মল।

নীলাভরণ চোখের তারা
আমার চিত্ত মাঝে,
থাকুক সদা নয়ন মেলে
আমার সকল কাজে।

আমার মনোবীণার তারে
তোলো তোমার সুর,
টেনে তারে নিয়ে চলো
সদানন্দপুর।

তোমার সাথে এমনভাবে
মিশে যেতে চাই,
ভালো-মন্দ যাহা আমার
সব যেন হারাই।।