বসন্ত জাগিল মনে, ওরে ভাই
বসন্ত জাগিল মনে।

রামধনু রাঙা রঙে, রাঙিল সবার মনে
ভরিল সকল কোণে কোণে।

দিকে দিকে বাজে সেই ছন্দ,
পরান ভরিয়া নাচে আনন্দ;
তাহারে চিনিয়া আজি
লতা, গুল্ম, বৃক্ষরাজি
খেলে হোলি অপরের সনে।

বেদনার সুর গেছে থামিয়া
পুলকেতে তনুমন ভরিয়া
পুষ্প চয়ন করি
তাহাতে ডালি ভরি
গাঁথি মালা চাহি তার পানে।।