আমি নদী গুরু জল,
গুরু বৃক্ষ আমি ফল।

আমি কলম গুরু কালি,
আমি বাগান গুরু মালি।

গুরু আকাশ আমি পাখি,
আমি ঢাক গুরু ঢাকি।

আমি চোখ গুরু দৃষ্টি,
গুরু স্রষ্টা আমি সৃষ্টি।

পথিক আমি গুরু পথ
রথী গুরু আমি রথ।

আমি নৌকা গুরু দাঁড়ি,
ভবনদীর পার কান্ডারী।

গুরুই সব আমি শূন্য
গুরুতে হবে কালী পূর্ণ।

গুরু বিনে নেই রে আমি,
সব জানার এই সার জানি।।