আগে মুসলমান পরে খ্রীষ্টান
শেষে হিন্দু হতে হবে,
মায়ার বাঁধন এইপ্রকারে
কেটে এগোতে হবে।

মুসলিম হয়ে দেহের পূজন,
তাহাই তোমার সাধন-ভজন,
এরূপে দেহ-শুদ্ধি দ্বারা
ক্ষেত্র তৈয়ার হবে।

কাঁটার মুকুট মাথায় পরে
খ্রীস্ট জন্ম দুঃখে ভরে,
দুঃখ লাভে চিত্ত-শুদ্ধি
এবার আগুন জ্বালতে হবে।

হিন্দুরূপে ত্যাগের আগুন,
সগুণ হতে চলো বিগুণ,
আগুন নিভে গিয়ে শেষে
ছাই পড়ে রবে।

কালীর গুরু দেবানন্দ
ঘুচায় তাহার সকল দ্বন্দ্ব,
গুরুর সাথে ত্যাগের পথে
চলা শুরু হবে।।