মনরে কেন কাঁদিস মিছে,
যার লাগি ঝরে নয়ন
দেখ রে সেও কাঁদছে পিছে।

যার লাগি ব্যাকুল হলি
ভাবিস দিন-রাত,
সে যে চির-ব্যাকুল ওরে
বাড়িয়ে দুটি হাত।

ডাকছে অহরহ তোরে
"আয়রে কাছে আয়'",
শুনতে কিছুই পাইনে তবু
মনটা ধেয়ে যায়।

জল বিনা যে মাছ বাঁচেনা
তেমনি ভগবান,
প্রেমের বড় কাঙাল তিনি
হও রে আগুয়ান।

দিব্য প্রেমের স্রোতে ভেসে
চলে যাবো দূর,
কান্না ভুলে আনন্দেতে
বাঁধবো নতুন সুর।।