পাখীর পাখা পেয়ে যদি উড়তে পেতাম মজায়,
এগাছের আম ও গাছের জাম, খুশী পেতাম বেজায়।


মাছের মত জলের ভিতর যদি থাকতে পারি,
সমুদ্রের ভিতরটাও , সুন্দর লাগে ভারী।


ম্যজিক করে মন্ডা-মিথাই যদি আকাশ ঝড়ে পড়ে,
ঠান্ডা শরবতের বৃষ্টি, তাতেও মন ভরে।


এখান থেকে - সেথাই যাওয়া, সবই চলে হাওয়ায়,
মেঘের দেশে ঘর বানাতো, চাঁদামামার ছায়ায়।


যেখানে কান্না যেন রাগ করেছে, কষ্ট কারো নাই,
বেদনা যেন গোঁসা করে বাপের বাড়ি যাই।


দুঃখ বলে থাকত না কিছু, আজব দেশে ভাই,
ছোট-খাটো কথাতেও সবার হাসি পায়।


আজব দেশের গজব ব্যপার, সব কিছুই উল্টো,
এমন দেশ কোথায় পাবো, কবিগন বলো তো।


-তাং ১০/৪/১৭ (সোমবার)