গভীর ক্ষতে আচর টেনে আরো ক্ষত করো,
কষ্ট এতো দিলে তবু আশ না মিটিল।
সহ্যশক্তি অপরিসীম শৈশবে প্রকাশ,
তাই কি বিধাতা বাছিলে মোরে,
করলে সর্বনাশ।


দুদিনের এই পৃথিবী সফরে এতো কেন দুঃখ,
নিপীড়ন আর শংসা মাঝে জীবনে শুধুই শোক।
জীবন যাত্রা সুখের নয় শান্তি যেন থাকে,
কালচক্র এমনে না আর স্তব্ধতাকে ডাকে।
বিশ্বাস নাই বা থাকুক বিশ্বাসঘাতকতা আর নয়,
জীবন ক্ষত নাই বা বুঝুক, গভীরতার আশ্রয়।