ওই দূরে ওই আসছে যেন আরব বেদুইন,
কালসাগরের পাড়ে তাদের আস্থানা সুপ্রাচীন।


কাজু-কিসমিস,আখরোট,আরো কত সুখাফল রাশিরাশি,
আসত ওরা নিয়ে উটের দল সারিসারি।


গরমের এই দাবদাহতেও শান্ত তাদের মন,
জিগেস করলে হাসিমুখে বলত পরিবারকে দিয়েছি কসম।


চলছিল এই রেওয়াজ সব অনেক দিন ধরে,
হ্টাত এল কোথা থেকে সমন দেশ জুড়ে।


এক দেশ থেকে অন্যদেশে করতে বানিজ্য,
মানতে সরকারি ফরমান দিতে হবে কর নায্য।


আজ আর দেখা যায় না কাবুলিয়ালার দল,
মনের মাঝে ভেসে আসে তাদের দুখের অস্রুজল।