সমতা বড়ই দুস্কর সদা এই সংসার জঞ্জালে,
পত্নি-মাতা সহবস্থানে সম্পর্ক নিত্য অস্তাচলে।


সংসারে সং সাজাতে বিবেকের উপহাস,
সত্য-মিথ্যার বিচারে ভাগ্যের  পরিহাস।


সংসারে শান্তির খোঁজ, সে  বড় কঠিন প্রশ্ন,
কখন শীতল বাতাস, কখন আবহাওয়া উষ্ন।


তপ্ত তাওয়ার মধ্যে যখন, জলবিন্দু পড়ে,
পড়েই উহা তৎক্ষনাৎ বাস্পরূপ ধরে,
সেরকম ক্ষিপ্রতার আপনপক্ষের সায়,
প্রান যায় পরন্তু যুদ্ধে হেরে না যাই।


প্রসঙ্গ যতই ক্ষুদ্র হোক,সে তো নিমিত্তমাত্র দ্বেশ,
আসল ফল্গুধারা লীন, পুঞ্জিভূত ক্ষোভের প্রবেশ।


কাকে ছেড়ে কাকে সায়, কিসের প্রকাশ?
এই টানা পোড়েনে ক্ষতিগ্রস্থ সম্পর্কের বিকাশ।