জীবিত বলে ভুল করলে তো? আসলে আমি মৃত,
সুন্দর ভাবে লুকাতে শিখেছি মনের বিষাক্ত ক্ষত।


কুড়ে কুড়ে যতই খাক আমাকে তোমার দিন রাত্রি,
নিষ্ঠুর আমি দেখাব না রাগ, মুখে কোন বিরক্তি।


অসীম সাহস যেদিন বুকে, বেধেছিল যাযাবর,
আমাকে নিয়ে সুন্দর বাসায় করতে সুখভোগ,
বুঝতে পারিনি এসুখ আমার ডাকবে যে বিপদ।
আজকে আমার জীবিত থাকার সীমাহীন নির্মোঘ।


তাইতো অব্যক্ত কান্নায় বুক ভরে যায় জলে ,
কেউতো পারেনা বুঝতে বাহিরে,
কত যে রক্তাশ্রু ঝড়ে।