আজি নব বরষের নব অভিযানে প্রকৃতিও করেছে নিজেকে উজার,
শাখে শাখে এসেছে মুকুল, আম-জাম আর বকুলের বন,
প্রকৃতি সেজেছে রক্তিম রঙে,
জীর্ন পত্র বাতাসে উড়ায়ে এল কালবৈশাখী ঈশান কোনে,
পুরাতনের শেষে নবীনকে স্বাগত জানায়ে।


আজি বাঙালীর ঘরে ঘরে বাজে শঙখ,
বড়দের পার্থ্নায় অনুরনীত হয় ছোটদের দোয়া।
পান্তা-ইলিশ আর নতূন পোষাকে মন রঙীন,
হে নব বর্ষ, সাজায়ে সকল শুভ কামনার ডালি,
নিয়ে এসেছো নতূন বার্তা,
এপারে অপারে বিভেদের মাঝে একতার সুর,
ভরে যায় মন খানি।


ছিন্ন করে বিভেদের বেড়া, এসো গাই একতার গান,
মন কেমনের ইতিহাস ছিঁড়ে, ভুলায় অশ্রুদান।
হে নববর্ষ স্বাগত...


-তাং ১৫/০৪/১৭ (শনিবার) - ১লা বৈশাখ, ১৪২৪