তোমার বয়স ১৬ ছিল বোধ হয়,  
আমি সবে অষ্টাদশের কোঠায়।
লজ্জা জড়ানো, মিষ্টি হাসিতে
পরান তোমার ছবি আঁকে।


এমনী এক সন্ধা-লগনে মনে নিয়ে আশা,
উপস্থিত আমি সামনে শান্ত বনলতা।
নিবেদন...ওগো প্রানমনি, গানের রানী,
দাও বাঁধতে সুর জীব্ন ঐকতানী।


সেদিন ছিল পূর্নিমা রাত, দুরের গাঙ্গে মাঝি-মল্লার,
সেধেছিলে তুমি ফিল্মি কায়দায় ব্সন্তরাগ,
"সাথী হয়ে একসাথে থাকব,
তুমি আমার, আমি তোমার"।


জীব্ন খেয়ায় সবে লেগেছিল হাওয়া,
শুরু হয়েছিল স্ব্প্ন সাজানো, পারস্পরিক চাওয়া পাওয়া,
ছিন্ন করে সব হিসেব, কি জানি কি বিধির বিধানে,
ব্নলতা গেল, চির শান্তি-শয়ানে।


রাগ হল মনে, এভাবে তুমি আমায় ঠকালে,
আশাভঙ্গ করে ভাসালে আকুল পাথালে।
কিন্তু, তোমার ওই লজ্জাবতি হাসি,
আজও আমার প্রানবায়ুর সাথী,


আজ, অশক্ত শরীর, অস্থির মনে,
ভাবী যদি পাই সুযোগ পর জনমে,
তবে একটি প্রশ্ন সমুজ্জ্বল,সহস্র স্বপ্নের ভীরে,
তুমি কি আসবে ফিরে, ধানসিড়িটির তীরে।


-তাং ২৩/৪/১৭ (রবিবার)