দেশে বিদেশে ঘুরিয়া ফিরিয়া এটাই হল জ্ঞাত,
পরচর্চা আর আড্ডা বাঙালীর মজ্জাগত।


অপরকে নিয়ে বাঁচব বলেই কি এমন বাঙালীর ধর্ম,
দুই বাঙালী কোন দূর বিভুয়ে বুঝিতাম আড্ডার কত মর্ম।


আড্ডা দিয়েই জানিলাম পূর্ববঙ্গের ইতিহাস,
আড্ডার মাঝেমধ্যে চলত লঘু উপহাস।


আড্ডাই হত জীবন সাথী, আড্ডাই বিনোদন,
পরিবার ছেড়ে সংসার ছেড়ে প্রলেপ দুখী মন।


আড্ডায় যত আড্ডাই হত, কত সময় পার,
দুই বাঙালী না জুটিলে হত "জীনা দুসবার"।