দীনতা অসহনীয়,
কিন্তু দায় বড় দায়ীত্ব।
মরার যেমন চীতায় ওঠা,
সেটাও মরার দায়ীত্ব।
দায় বরং নেই তাদের,
নেতা নাম হ্য় যাদের।
ভোটের সময় দেখা দেওয়াই
সেটাই একমাত্র দায়ীত্ব।


গরীব ঘরে জারজ পালন,
বড়লোকের দায় ভারী,
দরীদ্রের দরদ কাছে,
ব্যভিচারের দাদাগীরী।


বিধাতার সুক্ষ বিচার,
জীব্ন বড়ই সীধা-সরল।
তোদের ঘরে সব থেকেও,
শান্তি নেই, শুধুই গরল।


দায়ীত্বভার তারই সাজে, যে তারে বইতে পারে।
তোদের ওই সুখের ঘরে,শান্তিকে কেউ কিনতে পারে?


-তাং ৬/৪/১৭ (বৃহঃস্পতিবার)