স্বপ্নপুরীর স্বপ্ন সাজে শিথিল ছিল বাস্তব,
স্বপ্ন যখন শিথিল হল, বাস্তবও অবাস্তব।


স্বপ্ন থেকে বাস্তবে আষ্টেপৃষ্ঠে বন্ধন,
বন্ধনের নাগপাশে, বাস্তবের ক্রন্দন।


স্বপ্ন আর বাস্তবের যুগল সমনবয়,
জীবন যখন স্তব্ধ শিক্ষার বিনয়।


দু:ক্ষের শোপান তলে স্বপ্নিল অবসর,
সময় অতিবাহিত বাস্তবের বিচার।