জীবন-যাপনই যেন এক পরীক্ষা আজকের বাজারে,
মাসের অর্ধেকও শেষ হয়নি তাতেই টান ভাঁড়ারে।
মধ্যবিত্তের স্ংসারে টানা-টানি আজীব্ন,
পরীক্ষা লেগেই আছে বাঁচার জন্য আমরন।
আজ এটা নেই, কাল সেটা নেই,
স্ংসার সুরে মাঝে মধ্যে হারিয়ে যায় খেই।
নেই-এর রাজ্যে কবিতা গদ্যময়,
নেই-এর স্ংসারে আছে কি কবিতা শোনার সময়?
তবু জীবন-যুদ্ধে বেঁচে আছে মধ্যবিত্ত-জীব, নিয়ে কিছু আশা,
আছে শুধু শুষ্ক পত্রের উপর লেখা, দু-চারটি ক্থা,
সাহস যোগায় জীবনে চলার পথে,
শত কষ্টেও চলব মোরা সৎ পথে,
একই সাথে এবং এই প্রত্যয়ে যে,  
"আমরা করব জয় নিশ্চয়"!!