অসুস্থ মস্তিস্কের, অসাড় মতি,
জ্ঞানশূন্য বিচারের, অশোভনীয় খ্যাতি,
অহং আর অশিক্ষা যখন একসঙ্গে রয়,
সকলকে তাচ্ছিল্যের, দর্প পূর্ন হয়।
বিধাতার দরবারে, একটাই জিজ্ঞাসা,
এমন পাপের, কবে হবে সুরাহা?
অন্যয় সহিবার প্রশ্ন হেতা নয়,
নীচ লোকে তর্ক , অসম্মানের বিষয়।
জীবনে তাই ইহা বড় উপোদেশ,
বন্ধু করিতে নায়, দেখে তার বেশ।
অন্তসার শূন্য, বাহ্যিক বিকাশ,
বিবেকের অধম ব্যক্তি, দম্ভের প্রকাশ।
প্রকৃত বন্ধু যদি থাকে কম সংখ্যায়,
দাম্ভিক,অসৎ বন্ধু শত, থেকে লাভ নায়।
বিপদের আশঙ্কায় না করে কাল যাপন,
শান্ত মনে অর্ধাহারে, রাত্রে শান্তি স্ব্পন।


-তাং ১২/০৫/১৭ (শুক্রবার)