কাপুরুষ তুই,  অনুশোচনার বিষ্ঠা,না ধরিত্রী হয় কলুষিত!
কেন এত ক্রোধী আমি,
কেন মহাদেবের স্মরনে,
কারন জানেন অন্তরজামী, সে আর আমি।


তুই পামর, তুই নীচ, তুই লোভী কামুক,
তা না হলে যে তোকে দিল সাহারা,শান্তনা,
তাকে করলি তুই শেষ, যেন "জীবিত মমি",
কুকর্ম করার আগে ভাবলিনা একবারো,
তুই কিসের মানহুস,
কিসের তোর পুরুষত্ব, রাস্তার কুকুরতো ভাল।
শেষে কিনা স্মৃতি মেটাতে ছল চাতুরী?
না কেউ নয় আমার,সবই ছিল তোর,
তাও ক্রোধ হয় কারন আমি মানুষ।
আর তুই...