কঠিন কারু কাছে সহজ হয়ে ওঠে,
সহজ মাথা ওঠায় কঠিনের পিছে।


কারু কাছে সহজে গর্হিত হওয়া যায়,
কারু কাছে সব কিছু এত সহজ না হয়।


চুরি করে চোর বলে, চুরি খুবই কঠিন,
ন্যয় অন্যয়ের মাপদন্ডে চুরি কি সমীচীন?


ন্যয় অন্যয় বলে কি যে আজ আছে?
কঠিন যত লাঠি ঘোরায় সহজেরই কাছে।