সহজে যা গ্রাহ্য হয় তাই সাহায্য,
কঠিন জিনিষ সহজে দেখার সীমা কি ধার্য্য?


জীবনের আদি থেকে অন্তে যেটাই করি গ্রহন,
অপরটি কি শুধুই খারাপ ? যে হয় না সহন।


ওদেরতো উন্নতি আছে, আছে অবনতি,
যেমনটি আমাদের হয়, সেইতো একই পরিণতি।


শুধু খামোকা ভিন্নতা গড়ে , বিভেদের প্রচীর তুলি,
এটা ঠিক নয়,ওটা ঠিক নয় , বলে বৃথা তর্ক জুড়ি।


সবাই যদি হয় নিজের দলে, বদলাবে কি পৃথিবী?
বরং, ক্ষুদা , দারিদ্র্যতা, হিংসা তারনে হই জেহাদী।