আড়াল করে রেখেছি তোকে,
সমাজ চোখের পরে,
সম্মান গন্ডির মধ্যে রাখতে,
জীবন মরন গড়ে।


অবলম্বন খুজে না পাই,
বিভ্রান্ত সর্বদাই,
কাছের মানুষ দূরে গিয়ে,
আমাকে যে শুধু কাঁদায়।  


মনের দিকে মনের চল,
থাকে কিভাবে অবিচল,
সহ্যের বাঁধটা হায়,
আর কত সওয়া যায়?


এবার জীবন পাগলপারা,
পুরোটাই ছন্নছাড়া,
ভয় হয় পারব কি,
সইতে এই পরাজয়।
আড়াল করে রেখেছি তোকে,
এটাই বড় বিপর্যয়।