তবে একলাই চলি কবির অনুসারে,
বিকেলবেলায় কবিয়ালী, বিদগ্ধজনের তরে।
ইংরাজি বলা আর পুরাণের আঁকিবুঁকি,
সব কিছু আমি জানি,
ভাবি আমি হব সাহাজাদা।
কুকুরের লেজ হয় কি সোজা?


আমি একলা নাকি পাগলা,
মাথার উপরে আকাশ আজ মেঘলা,
সহজেই ভাবি হব বিরহের কানামাছি,
সাগরের কাছে ধার নেব একটু শান্তি।