আলো তুই আলো আমার, বাঁচার আলো তুই...
হাসি দিয়ে সাজাই তোকে, কান্না... দিয়ে ধুই।


আমার জীবন প্রদীপ শিখা, সীমানা যে তুই...
তোকে রেখে যাবো আমি, স্মৃতির মাঝে জুই।


আঘাত যত আছে আমি, পাথর হয়ে নুই...
মানুষ তোকে করার পথ, কষ্ট দিয়ে ধুই।


আলো তুই আলো আমার, বাঁচার আলো তুই...
হাসি দিয়ে সাজাই তোকে, কান্না... দিয়ে ধুই।