শান্তি কারে বলে, তা তো চলে মনের বলে,
শক্তি কারে কয়, সে তো শক্তের আশ্রয়,
সহ্য তুমি জানো? সে তো অসহনীয়,
সীমার পরিভাষা, লঙ্ঘন করার আশা।
ক্রোধের বাস, সাস্থের বিনাস।
তবু করি ভুল, দিই মাসুল,
তাইতো অনুরোধ,
চেতনা চৈতন্যময়ী নিরানন্দ কোরো না,
সমর্পন করছি জীবন তোমাতে, ফিরাইওনা।