সহবতের পরিভাষা আজ বিভ্রান্ত স্থবির,
বিদেশীবাবুর "ম্যানারিজমে" ভেদাভেদশূন্য অস্থির।


স্বকীয়তা ছেড়ে মোরা  আজ নতুন মোরক পরে,
বিদেশের সহবত শিখি-শিখায় একি অমোঘ ঘোরে?


বাঙলার মাটি, বাঙলার বায়ু, বাঙলা মায়ের   ঘরে,
পালিত  হয়েছে শিষ্টাচার আর সহবত একই সহদরে।


বাঙলা মায়ের আচল ছেড়ে কোথায় আর যাবি ভাই,
এসো খেলা করি মোরা একই সঙ্গে, যেমনটি করতাম সহবতের আঙিনায়।


-তাং ১৫/৬/১৭ (বৃহ:স্পতিবার)