তুমি পশিতেছ হ্রদয়ে ধীরে ধীরে,
অনন্য এ আনুভূতি,
তুমি মিশিতেছ অন্তরে, চুপিসারে
নির্বাক আমি।
তুমি বুঝেও বোঝো না, এ তোমার ছলনা,
ধরা না পড়ার অবাস্তব কল্পনা।
তবু রোজ মস্তিকের কাছে হ্রদয়ের পরাজয়,
কিছু না পরিবর্তনের অভয়।


কিন্তু এ কতদিন, কতরাত?
একদিন আসবে ঝড়,
উড়িয়ে নিয়ে যাবে এই মিথ্যে আড়াল,
উন্মোচিত হব তুমি আর আমি,
লুপ্ত হবে আঘাত আর প্রত্যঘাতের বেড়াজাল,
হবে নতুন সূর্যোদয়,
সমাজের নাগপাশ থেকে চিরবিদায়।