সুখ অস্থায়ী,আনন্দদায়ী ,
এমন স্বপ্ন কি হয় স্থায়ী?
সুখ দুখ নিয়ে সংসার জানা,
সুখ ছাড়ে শান্তির সীমানা ।


মুখোশের আড়ালে, লুক্কায়িত সম্মান,
মুখোরিত আবেশে, লোকপাল ম্লান।
দিল্লীর মসনদে শিকারি চোখ,
ভাগাড়ের মাংসে জনতার দুর্ভোগ।


রাজনীতি আর ব্যবসার চক্রান্ত,
জাত  যায়, ব্যবস্যা আদ্যপ্রান্ত,
জাত রেখে হবে কি?
মেক্কায় বিক্রিত পুন্যের রেকাবি।